এক দশক আগে, ২০০৬ সালে বৃটেনের কোরাস স্টিল সংস্থা অধিগ্রহণ করে আর্ন্তজাতিক মহলকে একেবারে চমকে দিয়েছিল বিখ্যাত ভারতীয় ইস্পাত সংস্থা, টাটা স্টিল।
তার আগে-পরে টাটা শিল্প গোষ্ঠী অধিগ্রহণ করেছিল বিলেতের টেটলি টি, জাগুয়ার ল্যান্ড রোভার সংস্থা এবং নিউ ইয়র্কের পিয়ের হোটেল। কিন্তু কোনও ব্যবসাই চিরকাল ভাল চলে না। আর্ন্তজাতিক বাজারে ইস্পাত শিল্পে মন্দা নেমেছে। বৃটেনে উৎপাদন ব্যয় চড়া। আর, চীনারা খুব কম দামে ইস্পাত রফতানি করে। পরিস্থিতি এমনই যে, কোরাস'কে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে টাটারা। তা নিয়ে বিলেতে হৈ চৈ পড়ে গিয়েছে।
কোরাস বন্ধ হলে ৬,৫০০ কর্মী কর্মচ্যূত হবেন। বৃটিশ প্রধানমন্ত্রী, টাটাদের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। তিনি কোরাস'কে জাতীয়করণেও রাজি নন।
জুন মাসে আবার গণভোটে স্থির হবে বৃটেন ইউরোপীয় ইউনিয়নে থাকবে কি না। টাটাদের এই সিদ্ধান্তে ভারতীয় শিল্পের ভাবমূর্তি যে ক্ষুণ্ণ করলো, তাতে সন্দেহ নেই। কলকাতা থেকে গৌতম গুপ্ত।