পাকিস্তান নয়.... ভারতের পূর্ব প্রান্তের রাজ্যগুলি সন্ত্রাসের আঁতুড় ঘর হিসাবে আপাতত সব থেকে চিন্তায় ফেলেছে কেন্দ্রীয় সরকার কে একথা জানিয়েছেন ভারতের বিদেশ সচিব এস জয় শঙ্কর.....কোনো রাজ্যের নাম তিনি না করলেও পশ্চিমবঙ্গ অসম যে এই তালিকায় রয়েছে তা বলাই বাহুল্য। জয়পুরে কাউন্টার টেররিজম নিয়ে একটি আন্তর্জাতিক মানের সম্মেলনে বিদেশ সচিব বলেছেন পূর্ব ভারতের কয়েকটি রাজ্যে সন্ত্রাসের আবহাওয়া ক্রমেই পুষ্ট হচ্ছে এবং সেটা অত্যন্ত চিন্তার কারন। মায়ান মার থেকে সন্ত্রাসবাদীরা সবথেকে বেশি ভাবে ঢুকে ওই সব রাজ্যে ঢুকছে বলেও তিনি জানিয়েছেন। এই প্রথম সাম্প্রতিক কালে ভারত সরকারের বিদেশ মন্ত্রকও পূর্ব প্রান্তের রাজ্যের সন্ত্রাস নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন বলেই দেশের তথ্যভিজ্ঞ মহল অভিমত ব্যক্ত করেছেন।