অ্যাকসেসিবিলিটি লিংক

অবশেষে আশিক আহমেদকে গ্রেপ্তার করলো এন আই এ


ইসলামিক স্টেট জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে আটক পলিটেক ইনজিনিয়ারিং এর ছাত্র আশিক আহমেদ ওরফে রাজাকে অবশেষে গ্রেপ্তার করলো ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা-এন আই এ।

পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার কাকসার গোপালপুর থেকে সন্দেহের ভিত্তিতে আটক করার পর তাকে জেরার জন্য দিল্লী নিয়ে জেরা করে, আইএস এর সঙ্গে সরাসরি যুক্ত কিনা নিশ্চিত হওয়ার পরই শেষ পর্যন্ত এন আই এ গ্রেপ্তার করলো আশিক আহমেদকে।

এরপর আশিক আহমেদকে দিল্লীর পাতিয়ালা আদালতে হাজির করা হলে আদালত তাকে পাঁচ দিন তদন্তকারী সংস্থা এন আই এর হেফাজতে থাকার নির্দেশ দিয়েছে।

আশিক আহমেদের বিরুদ্ধে অভিযোগ, সে সোস্যাল মিডিয়ার মাধ্যমে আই এস জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ। তাদের মতাদর্শ প্রচার, রাজ্যটিতে আই এস এর ইউনিট স্থাপন এবং খিলাফত প্রতিষ্টার লক্ষ্যে অর্থ সংগ্রহের চেষ্টা করেছে। এরই ভিত্তিতেই গত ২৫ শে ফেব্রুয়ারী বর্ধমান জেলার কাকসার গোপালপুর থেকে এন আই এ তাকে আটক করে। কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়।

please wait

No media source currently available

0:00 0:00:47 0:00

XS
SM
MD
LG