ভারত বলছে – ইরানের কাছ থেকে অপরিশোধিত তেলের আমাদানী তারা ১১ শতাংশ কমিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে । পারমানবিক কর্মসূচীর ব্যাপার নিয়ে ইসলামি প্রজাতন্ত্রের দেশটিকে বিচ্ছিন্ন করবার লক্ষে যুক্তরাষ্ট্রের তরফে চাপ আসাতে ভারত এ সিদ্ধান্ত নিয়েছে ।
ভারতের পেট্রোলিয়াম দফতরের রাষ্ট্রমন্ত্রী R P N Singh বলেছেন চলতি অর্থ বছরে ভারতের তেল পরীশোধনাকারীরা এখন এক কোটি ৫৫ লক্ষ মেট্রিক টন অপরিশোধিত তেল আমদানীর সিদ্ধান্ত নিয়েছে – আগের বছর যেখানে কিনা ১ কোটি ৭৪ লক্ষ ৪০ হাজার মেট্রিক টন আমদানী হয়েছিলো । সিং বলেন – ভারত তার অপরিশোধিত তেল আমদানীর ক্ষেত্রটিকে দেশের জ্বালানী নিরাপত্তা জোরদার করবার লক্ষে বিভিন্নমুখি করার প্রায়াসে ব্যাপৃত রয়েছে । ভারত তার অপরিশোধিত তেলের ৮০ শতাংশই আমদানী করে থাকে । এর মধ্যে ইরান থেকে তারা আমদানী করে ১০ শতাংশ পরিমান ।