অ্যাকসেসিবিলিটি লিংক

দেশব্যাপী লাগাতার ধর্মঘটের হুঁশিয়ারি দিল ভারতের কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও কর্মচারী ফেডারেশনগুলি


গত তিনদিনের সমাবেশ শেষে দেশব্যাপী লাগাতার ধর্মঘটের হুঁশিয়ারি দিল কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও কর্মচারী ফেডারেশনগুলি৷ তাদের অভিযোগ, শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে কিছু ভাবতেই রাজি নয় কেন্দ্রের নরেন্দ্র মোদীর সরকার৷ এ নিয়ে একদিনের প্রতীকি ধর্মঘটেও কোনও কাজ হচ্ছে না৷ তাই তারা এবার লাগাতার ধর্মঘটের পথে নামতে চাইছে৷ চলতি মাসের নয় তারিখ থেকে নয়াদিল্লির পার্লামেন্ট স্ট্রিটে তিনদিনের বিক্ষোভ কর্মসূচি নিয়েছিল কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও কর্মচারী ফেডারেশনগুলি৷ সেই সমাবেশের শেষেই এই ঘোষণা করা হয়৷প্রসঙ্গত বলা যেতে পারে, মহাপড়াও নামে এই তিনদিনের কর্মসূচি নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল আগস্টে৷গত আটই আগস্ট দিল্লির তালকোটরা স্টেডিয়ামে ট্রেড ইউনিয়ন ও ফেডারেশনগুলির যুক্ত কনভেনশনে এই মহাপড়াও কর্মসূচি নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল বলে জানিয়েছেন সিটুর সাধারণ সম্পাদক তপন সেন৷ সেই সংগে তপন সেন জানিয়েছেন ওই মহাপড়াও সমাবেশ থেকে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ সংগঠকদের দাবি, শ্রমিকদের স্বার্থরক্ষার্থে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকেই দেশব্যাপী আন্দোলন শুরু হবে৷ আয়োজন করা হবে কনভেনশন৷ জেলায় জেলায় আইন অমান্যেও সামিল হবেন শ্রমিকরা৷ যেদিন কেন্দ্রীয় সরকারের তরফে বাজেট পেশ করা হবে, সেদিনও প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে বলে সংগঠকদের তরফে জানানো হয়েছে৷ এর জন্য ডিসেম্বর মাস থেকেই প্রচারের নির্দেশ দেওয়া হয়েছে শ্রমিক সংগঠনগুলির তরফ থেকে৷

please wait

No media source currently available

0:00 0:01:05 0:00

XS
SM
MD
LG