অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতে বুলেট ট্রেন যুগের সূচনা বৃহস্পতিবার


ভারতে বুলেট ট্রেনের যুগের সূচনা করতে জাপান ও ভারতের প্রধানমন্ত্রী শিনজো আবে ও নরেন্দ্র মোদি আমেদাবাদ-মুম্বাইয়ের ৫০৮ কিলোমিটার পথের বৃহস্পতিবার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। বুলেট ট্রেন এ পথ পাড়ি দেবে ২ ঘণ্টায়। ২০২২ সালের ১৫ অাগস্টে স্বাধীনতার ৭৫ বর্ষ পূর্তি উপলক্ষ্যে এর উদ্বোধন করা হবে। মোট ১,০৮,০০০ কোটি টাকা ব্যয়ের ৮১% জাপান জোগাবে মাত্র ০.১% সুদে। এই টাকা ৫০ বছরে ফেরতযোগ্য।

ভবিষ্যতে দিল্লী ও মুম্বাই থেকে কলকাতা পর্যন্তও বুলেট ট্রেন চালানোর পরিকল্পনা আছে। নতুন বুলেট রুটের বেশির ভাগই মাটির ১৮ মিটার ওপর দিয়ে যাবে, কিছুটা হবে ভূগর্ভস্থ, যার মধ্যে সাত কিলোমিটার সমুদ্রের নিচ দিয়ে যাবে, যা ভারতে প্রথম।

please wait

No media source currently available

0:00 0:00:58 0:00

XS
SM
MD
LG