অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতে ট্রেন লাইনচ্যুত হয়ে ২৩ ব্যক্তি নিহত হওয়ার ঘটনা পুলিশ তদন্ত করছে


Railway police and local volunteers look for survivors in the upturned coaches of the Kalinga-Utkal Express after an accident near Khatauli, in the northern Indian state of Uttar Pradesh, Aug. 19, 2017.
Railway police and local volunteers look for survivors in the upturned coaches of the Kalinga-Utkal Express after an accident near Khatauli, in the northern Indian state of Uttar Pradesh, Aug. 19, 2017.

ভারতে শনিবার যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে ২৩ ব্যক্তি নিহত হওয়ার ঘটনা পুলিশ তদন্ত করে দেখছে।

কর্মকর্তারা বলেন, উত্তর প্রদেশে, কালিঙ্গা উৎকল এক্সপ্রেস লাইনচ্যুত হলে অন্তত ৬টি বগির মধ্যে ধাক্কা লাগে।

রেলওয়ের মুখপাত্র নিরাজ শর্মা বলেছেন তাৎক্ষনিক দুর্ঘটনার কারণ জানা যায়নি।

A volunteer breaks the glass of a train compartment window to rescue passengers trapped after an accident near Khatauli, in the northern Indian state of Uttar Pradesh, Aug. 19, 2017.
A volunteer breaks the glass of a train compartment window to rescue passengers trapped after an accident near Khatauli, in the northern Indian state of Uttar Pradesh, Aug. 19, 2017.

যাত্রীদের উদ্ধার কাজে, স্থানীয় সেচ্ছাসেবিরা পুলিশকে সাহায্য করে। একটি স্থানীয় হাসপাতালে চিকিৎসকরা বলেন আহতদের অধিকাংশের অবস্থা এখন স্থিতিশীল।

উৎকল এক্সপ্রেস, ভারতের পুর্বাঞ্চলের শহর পুরি থেকে উত্তরাঞ্চলের হরিদ্বার শহরের উদ্দেশ্যে যাচ্ছিল।

XS
SM
MD
LG