ওয়র্ল্ড ট্রেড অর্গানাইজেশন বা ডবলুটিও-র নিয়ম হল, কোনও দেশের মাথাপিছু আয় ১,০০০ ডলার পেরোলে আর রপ্তানি বাণিজ্যে সরকারি ভর্তুকি চলে না। আমেরিকার অভিযোগ, তা না মেনে ভারত অন্তত ছটি ভর্তুকি প্রকল্প চালাচ্ছে। মার্কিনীদের মতে, এ বাবদ ৭ বিলিয়ন ডলার ব্যয় করা হচ্ছে। ভারতের বাণিজ্য সচিব রীতা টেউটিয়া তা অস্বীকার করে বলেছেন, করের ভার কমাতেই ঐ অর্থ সাহায্য দেওয়া হয়। এ ছাড়া, উন্নয়নশীল দেশগুলিকে ডবলুটিও আয়ের সীমা স্পর্শের পরেও ৮ বছর বাড়তি সময় দেয়। ভারতের বেলায় অন্য রকম কেন? সরকারি কর্তাদের ধারণা, মার্কিন অর্থনীতির সমস্যা চাপা দিতে চিন ও ভারত থেকে সস্তার আমদানিকে দোষ দিয়ে নাগরিকদের কাছে নিজেদের দায় চাপা দিতে চায় ট্রাম্প প্রশাসন।