অ্যাকসেসিবিলিটি লিংক

ভারত-যুক্তরাষ্ট্রের বানিজ্য সংঘাত ক্রমশই জোরালো হচ্ছে


ভারত যুক্তরাষ্ট্র থেকে আমদানী করা ২৮ সংখ্যক পন্যের ওপর শুল্ক বাড়িয়েছে। ইতোমধ্যে দু’দেশের মধ্যে বানিজ্য সংঘাত ক্রমশই জোরালো হচ্ছে।

যুক্তরাষ্ট্র তার বাজারে অগ্রাধিকার ভিত্তিক প্রবেশাধিকার প্রাপ্ত দেশের তালিকা থেকে নতুন দিল্লির নাম হঠিয়ে দেবার ক'দিন পরেই নাখোশ হয়ে ভারত এখন পদক্ষেপ নিলো। নতুন দিল্লির জহরলাল নেহরূ বিশ্ববিদ্যালয়ের বানিজ্য বিশেষজ্ঞ বিশ্বজিৎধর বলেছেন, ভারত এখন তার তুরুপের চাল চেলেছে তাশের টেবিলে। যুক্তরাষ্ট্রই আগ বাড়িয়ে তৎপর হয়েছে, আরো ব্যবস্থার হুমকি দিয়েছে। ভারত ব্যবস্থা তো নেবেই, নিয়েছেও। ভারত ও যুক্তরাষ্ট্রের বানিজ্য সম্পর্ক বিষয়ক ভয়েস অফ আআমেরিকার দুটি প্রতিবেদন থেকে জানাচ্ছেন সরকার কবীরূদ্দীন।

please wait

No media source currently available

0:00 0:03:32 0:00

XS
SM
MD
LG