অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের দুই মন্ত্রীর সঙ্গে নতুন দিল্লিতে বৃহস্পতিবার সুষমার বৈঠক


ইরানের কাছ থেকে তেল আমদানি চলবে না, রাশিয়ার কাছ থেকে প্রতিরক্ষা সরঞ্জামাদি কেনা বন্ধ করতে হবে – অথচ এ দেশ দু’টির সঙ্গেই ভারতের দহরম মহরম বিস্তুর। নতুন দিল্লি এদেরকে আঞ্চলিক মিত্ররুপে গন্য করে। ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে উচ্চ স্তরে যে বৈঠক হতে যাচ্ছে- এ বিষয়গুলো তাতে গুরুত্বের সঙ্গে আলোচিত হবে এবং তারই ভিত্তিতে রাজনৈতিক ও কৌশলগত লক্ষাদি নির্ধারণ করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেয়ো এবং প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটীসের কথাবার্তা হবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ও প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সিথারামানের নতুন দিল্লিতে আগামিকাল বৃহস্পতিবার। দু’দেশই এখন চীনের বিপরিতে একটা ভারসাম্য অবস্থান গড়ে তোলার স্তরে রয়েছে এবং সেইমতো নিজেদের মধ্যেকার শরিকানা সম্পর্কটাকে আরো গভীর অন্তরঙ্গতায় পোক্ত করতে চাইছে- তেমনটাই প্রতিয়মান হয়।

XS
SM
MD
LG