অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতে আধার না থাকলেও মিলবে করোনা ভ্যাকসিন- কর্তৃপক্ষের নির্দেশ


আধার না থাকলেও মিলবে করোনা ভ্যাকসিন। টিকা নিতে আসা সাধারণ মানুষকে ফেরানো যাবে না। এমনই নির্দেশ দিল আধার কর্তৃপক্ষ। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া। (ইউআইডিএআই) জানিয়েছে, শুধু টিকাই নয়, ওষুধ-চিকিৎসা বা হাসপাতালে ভর্তি হওয়ার মতো জরুরি ক্ষেত্রেও আধার বাধ্যতামূলক নয়।

দেশজুড়ে যে ভ্যাকসিন দেওয়ার কাজ চলছে, সেখানে আধার কার্ড দেখতে চাইছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এমনকী, হাসপাতালে ভর্তি হওয়া বা করোনা বেড পাওয়ার ক্ষেত্রেও চাওয়া হচ্ছে এই ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর। আধার না থাকায় হেনস্তার শিকার হচ্ছেন অনেকে। সেটা ঠেকাতেই জানানো হল এই সিদ্ধান্ত।

আধার কর্তৃপক্ষ জানিয়েছে, করোনার সঙ্কটময় পরিস্থিতিতে এমন কিছু খবর সামনে এসেছে, যেখানে আধার না থাকার জন্য ভ্যাকসিন দেওয়া বা হাসপাতালে ভর্তি নেওয়া হয়নি। তাই তারা স্পষ্ট জানাচ্ছে, কোনও পরিষেবা পাওয়ার ক্ষেত্রে আধার না থাকার অজুহাতে কাউকে ফেরানো যাবে না।

XS
SM
MD
LG