মাওবাদী প্রভাবিত এলাকার তালিকা থেকে বাদ গেল ভারতের পশ্চিমবঙ্গের জঙ্গলমহলের চার জেলা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নকশাল ডিভিশন মাওবাদী প্রভাবিত এলাকাগুলি নিয়ে বিশেষ সমীক্ষা চালিয়ে নতুন যে তালিকা তৈরি করেছে, তা থেকে বাদ গিয়েছে পশ্চিমবঙ্গ সহ গোটা দেশের মোট দশটি রাজ্যের চুয়াল্লিশ টি জেলা।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, মাওবাদী প্রভাবিত এলাকার তালিকা থেকে যেমন বাদ দেওয়া হয়েছে ওই জেলাগুলিকে, তেমনই আবার কেরলের তিনটি এবং মধ্যপ্রদেশের নতুন একটি সহ মোট আটটি জেলা এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। এই তালিকায় সবচেয়ে লক্ষণীয় হল কেরল। মন্ত্রক সূত্রে জানা গেছে কর্ণাটক ও তামিলনাড়ুর সংযোগস্থলে কেরলের ওই জেলাগুলিতে ইদানীং মাওবাদীদের উৎপাত বেড়েছে। চলতি মাসের গোড়ায় স্বরাষ্ট্রমন্ত্রক মাওবাদী প্রভাবিত জেলার নতুন এই তালিকা তৈরি করেছে। স্বরাষ্ট্রমন্ত্রক রাজ্যের যে চারটি জেলাকে মাওবাদী প্রভাবমুক্ত বলে জানিয়েছে, সেগুলি হল পশ্চিম মেদিনীপুর (নতুন গঠিত জেলা ঝাড়গ্রাম সহ), বাঁকুড়া, পুরুলিয়া ও বীরভূম। এই ঘোষণার ফলে একদিকে যেমন মাওবাদী এলাকার জন্য সিকিউরিটি রিলেটেড এক্সপেনডিচার স্কিমবাবদ অর্থ বরাদ্দ থেকে বঞ্চিত হবে রাজ্য, তেমনই আবার জঙ্গলমহলে কেন্দ্রীয় বাহিনী থাকা নিয়ে ঘোর অনিশ্চয়তা তৈরি হল বলেই সংশ্লিষ্ট মহলের অভিমত।
সে সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়।