অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতে ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ


ভারতে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত প্রথম দূরপাল্লার সাব-সনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ‘নির্ভয়’-এর সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করলো ভারত।

পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য ওড়িশার উপকূলবর্তী চাঁদিপুরের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জের (আইটিআর) তিন নম্বর লঞ্চ কমপ্লেক্স থেকে এই পরীক্ষা চালানো হয়। উৎক্ষেপণ ধরে স্বদেশীয় প্রযুক্তিতে তৈরি এই ক্ষেপণাস্ত্রের পাঁচবার পরীক্ষা হল। এর আগে ২০১৩ সাল থেকে চারবার পরীক্ষার মধ্যে একবারই তা সফল হয়েছিল।

ক্ষেপনাস্ত্রের সফল পরীক্ষার পর ডিআরডিও-কে অভিনন্দন জানান ভারতের প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন। প্রসঙ্গত বলা যেতে পারে 'নির্ভয়' ক্ষেপনাস্ত্রের পাল্লা প্রায় এক হাজার কিলোমিটার। এটি তিনশো কেজি বিস্ফোরক বহনে সক্ষম। এর ওজন প্রায় ১৫০০ কেজি। ক্ষেপণাস্ত্রটির গতি শূন্য দশমিক সাত ম্যাক। শত্রু-রেডার এড়াতে এটি ভূমি থেকে মাত্র একশো মিটার উচ্চতায় উড়তে সক্ষম বলে জানা গেছে।

please wait

No media source currently available

0:00 0:00:53 0:00

XS
SM
MD
LG