অ্যাকসেসিবিলিটি লিংক

উত্তর ও পূর্ব ভারতে বজ্রপাতে মৃতের সংখ্যা বাড়ছে


রকিছুদিন ধরে প্রধানত উত্তর ও পূর্ব ভারতের এলোমেলো আবহাওয়ায় বিজ্ঞানীরা বুঝে উঠতে পারছেন না, কেন এমন ঘটছে? যেমন, পশ্চিমবঙ্গে অজানা কারণে বেড়ে গিয়েছে বজ্রপাতের ঘটনা। রবিবারেও বাজ পড়ে মৃত্যু হয় বেশ কয়েকজনের। আগে বজ্রপাত যেন এত নিয়মিত ছিল না। কেন এমনটা ঘটছে, জবাব নেই বিজ্ঞানীদের কাছে। গত ১৭ এপ্রিলের ঝড় বাদলে এ রাজ্যে মারা গিয়েছিলেন ১৮ জন। রবিবার প্রাণ গেল ১৩ জনের। দিল্লি ও উত্তর ভারতে ঘোর গ্রীষ্মে ধুলোর ঝড় উড়িয়ে বিকেলের দিকে আসত যে আঁধি, তা এক ধাক্কায় তাপমাত্রা খানিকটা নামিয়ে দিত। ইদানীং আঁধি ঘটছে খুব নিয়মিত। এতে তাপ কমে বটে, কিন্তু স্বাভাবিক জীবনও তো লণ্ডভণ্ড হয়ে যায়।

please wait
Embed

No media source currently available

0:00 0:00:50 0:00


কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্তের রিপোর্ট।

XS
SM
MD
LG