অ্যাকসেসিবিলিটি লিংক

মুম্বাই বৃষ্টিতে অচল


ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাই বৃষ্টিতে অচল হযে গেছে। বাস ট্রেন বিমান চলাচল বন্ধ। মহারাষ্ট্র সরকার শহরে আপৎকালীন ছুটি ঘোষণা করেছে।

গত দু'দিন ধরে টানা প্রবল বৃষ্টিতে মুম্বাইয়ে রাস্তাঘাট, রেল লাইন, বিমান বন্দর- সব কিছু জলের তলায় চলে গেছে। প্রথমে বাস, তার পরে ট্রেন চলাচল বন্ধ করে দিতে হয়। গতকাল গভীর রাতে একটি বিমান মুম্বাইয়ে নামার সময় জলে চাকা পিছলে রানওয়ের বাইরে বেরিয়ে যাওয়ায় বিমান বন্দরও বন্ধ হয়ে যায়। বানভাসি এলাকার জলবন্দি বাসিন্দাদের উদ্ধার করতে ভারতীয় নৌবাহিনীকে নামানো হয়েছে।

আজ সকালে মালাড ইস্টে একটি বস্তির ওপরে দেওয়াল ভেঙে পড়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। বৃষ্টিতে মাটি নরম হয়ে এই দুর্ঘটনা ঘটে। কয়েক দিন আগে ঠিক এভাবেই পুণেতে দেওয়াল চাপা পড়ে ১৫ জন মারা যান। ২০০৫ সালে মুম্বাইয়ে বন্যার পর এমন বর্ষণ ও এত খারাপ অবস্থা আর হয়নি। আগামীকাল আরো বেশি বৃষ্টি হবে বলে খবর। মহারাষ্ট্র সরকার মুম্বাই ও সংলগ্ন এলাকায় আপৎকালীন ছুটি ঘোষণা করেছে। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস জীবনের ঝুঁকি নিয়ে কাউকে না বের হবার অনুরোধ করেছেন।

please wait

No media source currently available

0:00 0:00:50 0:00

XS
SM
MD
LG