ভারতের রাজধানী শহর নতুন দিল্লিতে আজ বুধবার নতুন ধরনের এক বাস চালু হচ্ছে যাতে কিনা নারীদের নিরাপত্তা নিশ্চিত করবার মতো বেশ কিছু বন্দোবস্ত শামিল করা থাকছে। এ বাসে দু’টো সি-স-টি-ভি ক্যামেরা বসানো রয়েছে, GPS পথসন্ধানী বন্দোবস্তের ট্র্যাকিং সিস্টেম থাকছে আর থাকছে জরূরী সতর্ক সংকেত বেজে ওঠার এমারজেন্সী বোতাম টেপার ব্যবস্থা। নারী যাত্রিরা যাতে বিপজ্জনক পরিস্থিতির মুখে পড়লে এসব ব্যবস্থার মদত নিয়ে নিজেদের সূরক্ষা নিশ্চিত করতে পারেন সে লক্ষেই এসব করা হয়েছে এবং বিশেষ করে ২ হাজার ১২ সালে নতুন দিল্লিতে চিকিৎসা শাস্ত্রের শিক্ষানবীশ এক ছাত্রির দঙ্গলবদ্ধ বলাৎকারের ঘটনার পর এটা করা হ’লো।
সরকারের তরফ থেকে বলা হয়েছে- জুন থেকেই এ বন্দোবস্ত বাধ্যতামূলক করা হবে- দেশের সকল বাসেই ঐ সি-স-টি-ভি ক্যামেরা বসানো থাকতে হবে, GPS পথসন্ধানী বন্দোবস্তের ট্র্যাকিং সিস্টেম থাকবে আর থাকতে হবে জরূরী সতর্ক সংকেত বেজে ওঠার এমারজেন্সী বোতাম টেপার ব্যবস্থা।