অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতের দিকে দিকে ছাত্র ও তরুণদের অসন্তোষ ও আন্দোলনের ঘটনা ঘটে চলেছে


বছর দুয়েক ধরে ভারতের দিকে দিকে ছাত্র ও তরুণদের অসন্তোষ ও আন্দোলনের ঘটনা ঘটে চলেছে। দিল্লি, গুজরাট বা কলকাতা - সর্বত্রই কোনও না কোনও কারণে ছাত্ররা ক্ষুব্ধ। কোথাও তা বাক-স্বাধীনতার দাবি, কোথাও জাতপাতের বিরুদ্ধে প্রতিবাদ, কোথাও দাবি শিক্ষা প্রতিষ্ঠানের কঠোর নিয়ম-কানুন শিথিল করা, কোথাও-বা দাবি উঠেছে চাকরিতে সংরক্ষণের। যখন বিপুল ভোটে জিতে এসে দেশে রাজত্ব করছে নরেন্দ্র মোদির সরকার, ঠিক তখনই অসন্তোষ দেখা যাচ্ছে যে ছাত্র-যুব গোষ্ঠীর মধ্যে, সেই ৩৫ বছরের কমবয়সীরাই দেশের জনসংখ্যার অর্ধেক। রাজনৈতিক পর্যবেক্ষকেরা মনে করতে পারছেন, গত শতকের ষাটের দশকের শেষ ও সাতের দশকের প্রথন দিকের সময়ের কথা। তখনও ভারতের নকশাল আন্দোলনই শুধু নয়, ফ্রান্স ও অন্যান্য ইওরোপীয় দেশেও অভূতপূর্ব ছাত্র-যুব আন্দোলনের ঢেউ উঠেছিল। তবে কি দেশে তারই পুনরাবৃত্তি হচ্ছে? রাজনৈতিক দলগুলি যে ছাত্র-যুবদের মনের অসন্তোষ ও দাবির প্রতিফলন ঘটাতে পারে নি, সেটা পরিষ্কার। তারাই আবার এখন ছাত্রদের আন্দোলনের রাশ নিজেদের হাতে নেওয়ার চেষ্টা শুরু করে দিয়েছে।গৌতম গুপ্তের রিপোর্ট:

please wait
Embed

No media source currently available

0:00 0:00:54 0:00

XS
SM
MD
LG