অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশের সন্ত্রাসী হামলায় জড়িতদের খুঁজে বের করতে পশ্চিমবঙ্গে নজরদারি


Bangladesh attack
Bangladesh attack

সম্প্রতি ঢাকার গুলশান এবং কিশোরগঞ্জের ঈদগাহে জঙ্গি হামলার নেপথ্য ‘কারিগর’ বলে চিহ্নিত রাজ্যের বর্ধমানের খাগড়াগড় কাণ্ডে যুক্ত জেএমবি-র পাঁচ সদস্যকে খুঁজে বের করার জন্য পশ্চিমবঙ্গকে সতর্ক করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। বাংলাদেশের কাউন্টার টেরোরিজম ইউনিট ইন্টারপোলের মাধ্যমে ওই পাঁচজনের সঙ্গে জঙ্গি হামলার সম্পৃক্ততা সম্বন্ধে এদেশের ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সিকে (এনআইএ) কে বিস্তারিত জানিয়েছে। পাশাপাশি এনআইএ-র বক্তব্য, খাগড়াগড় কাণ্ডের পর এদেশে ধরপাকড়ের সময় ওই পাঁচজনই সীমান্তের ওপারে গা-ঢাকা দিয়েছিল। এবার সীমান্তের ওপারে ধরপাকড় শুরু হতেই এরা ফের সীমান্ত পার করে এদেশে ঢুকে পড়েছে। বর্তমানে এই পাঁচজনই কলকাতার খুব কাছাকাছি ডেরা বেঁধেছে বলে গোয়েন্দারা জানিয়েছে। ইতিমধ্যেই কড়া নজরদারি গ্রহনও করা হয়েছে। কলকাতা থেকে পরমাশীষ ঘোষ রায়ের রিপোর্ট।

XS
SM
MD
LG