অ্যাকসেসিবিলিটি লিংক

দিল্লির জেএনইউ-এর ক্যাম্পাসে হামলার নিন্দায় সারা দেশ সোচ্চার


গতকাল সন্ধ্যায় ভারতের রাজধানী দিল্লিতে জেএনইউ-এর ক্যাম্পাসে ঢুকে হামলার নিন্দায় আজ সারা দেশ সোচ্চার হয়ে উঠেছে।

জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষকদের ওপর হামলাকারী মুখোশ পরা দুর্বৃত্তদের ভারতীয় জনতা পার্টির ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বা এবিভিপির সঙ্গে জড়িত বলে চিহ্নিত করা গিয়েছে। কিন্তু ওই ঘটনার ২৪ ঘণ্টা পরেও কাউকে গ্রেফতার করা হয়নি। রবিবার সন্ধ্যায় জনা পঞ্চাশেক হামলাকারী মুখে কাপড় বেঁধে লাঠি হাতে ক্যাম্পাসে ঢুকে মূলত বামপন্থী ছাত্রছাত্রীদের মারতে থাকে। ছাত্রীদের হস্টেলে ঢুকেও দুর্বৃত্তরা তাণ্ডব চালায়। ভয়ে কয়েক জন ছাত্রছাত্রী দোতলার জানালা দিয়ে ঝাঁপ দিয়ে পড়ে হাত-পা ভাঙেন। গুণ্ডারা কারও মাথায় লাঠি মেরে মাথা ফাটিয়ে দেয়। তাঁদের বাঁচাতে গিয়ে শিক্ষকরাও আক্রান্ত হন। আহত ৩৪ জনকে হাসপাতালে ভর্তি করানো হয়।

এবিভিপি এই ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করলেও ভিডিও ফুটেজ দেখে তাদের স্পষ্ট চেনা যাচ্ছে। বিরোধী রাজনৈতিক দলগুলো এই ঘটনায় বিজেপি নেতৃত্ব ও পুলিশের নিষ্ক্রিয়তার তীব্র নিন্দা করেছে।


কলকাতা সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তীর প্রতিবেদন।

please wait

No media source currently available

0:00 0:01:02 0:00


XS
SM
MD
LG