অ্যাকসেসিবিলিটি লিংক

চিন-ভুটান সীমান্ত আলোচনা নিয়ে ভারতের দুশ্চিন্তা


শীগগীরি ভুটানের রাজধানী থিম্পুতে অনুষ্ঠিত হবে চিন-ভুটান ২৫-তম সীমান্ত বৈঠক। যে ডোকলাম ২০১৭-য় উত্তপ্ত হয়ে উঠেছিল সীমান্ত বিরোধ নিয়ে, সেটিও আলোচনায় থাকবে। ডোকলাম ভুটানের অংশ, কিন্তু, ভুটানের নিরাপত্তা ভারতের দায়িত্ব।তাই চিনের সঙ্গে ভুটানের সীমান্ত আলোচনা কোন পথে এগোয়, তা নিয়ে ভারতের দুশ্চিন্তা রয়েছে। ইতিমধ্যে চিন আবার ভুটানকে প্রস্তাব দিয়েছে, ডোকলাম এলাকাটি তারা চিনকে দিয়ে দিক, বিনিময়ে আরও বড় একটি ভূখণ্ড ভুটানকে দেবে চিন। ভারত এমন ভূখণ্ড বিনিময়ের ঘোর বিরোধী। কেননা, ডোকলাম অঞ্চলটি উত্তরবঙ্গের শিলিগুড়ি করিডোরের লাগোয়া। সেখানে চিনাদের ঢুকে পড়াটা ভারতের নিরাপত্তার পক্ষে অত্যন্ত উদ্বেগের। এই সব কারণেই চিন-ভুটান সীমান্ত আলোচনা নিয়ে ভারতের এত মাথাব্যথা।

please wait

No media source currently available

0:00 0:01:05 0:00

XS
SM
MD
LG