অ্যাকসেসিবিলিটি লিংক

দার্জিলিঙে বনধ যেমন চলছিল, তেমনই চলবে: গোর্খা জনমুক্তি মোর্চা নেতা বিমল গুরুং


বৃহস্পতিবার সন্ধ্যায় গোর্খা জনমুক্তি মোর্চা নেতা বিনয় তামাং ঘোষণা করেন, শুক্রবার থেকে ১২ দিন প্রত্যাহৃত থাকবে। পরেকার সিদ্ধান্ত হবে ১২ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পরে। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই দার্জিলিঙে স্বাভাবিকতা ফেরবার আশা উড়িয়ে দিয়ে মোর্চার আত্মগোপনকারী সর্বোচ্চ নেতা বিমল গুরুং বললেন, বনধ যেমন চলছিল, তেমনই চলবে। গোর্খাল্যান্ড রাজ্য গঠনের সিদ্ধান্ত নীতিগতভাবে মেনে নিলে তবেই ফের কথাবার্তা। গুরুং ও সহযোগী রোশন গিরির হুমকি, দল থেকে বহিস্কার করা হবে বিনয়কে, তিনি রাজ্য সরকারের সঙ্গে হাত মিলিয়ে দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। বিনয়ের জবাব, দলের কেন্দ্রীয় কমিটির সংখ্যাগরিষ্ঠ সদস্য চাইলে তবেই বহিস্কার সম্ভব। এ দিকে, পাহাড়ে শুক্রবার রীতিমত উত্তেজনা। এত দিন সরকারের সঙ্গে মোর্চার সংঘাত ছিল, এ বার তো মোর্চাই বিভক্ত হয়ে গিয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠল।

please wait

No media source currently available

0:00 0:00:46 0:00

XS
SM
MD
LG