অ্যাকসেসিবিলিটি লিংক

সিকিম রাজ্যের নিজস্ব বিমানবন্দরের উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ হিমালয়ের কোলে পাকইয়ঙে সিকিম রাজ্যের নিজস্ব বিমানবন্দরের উদ্বোধন করলেন।

এতদিন সিকিমের সবচেয়ে কাছের বিমানবন্দর ছিল ১২৪ কিলোমিটার দূরে পশ্চিমবঙ্গের বাগডোগরায়। পাকইয়ং রাজধানী গ্যাংটক থেকে মাত্র ৩৩ কিলোমিটার, আর চিন সীমান্ত থেকে ৬০ কিলোমিটার। কাজেই সামরিক দিক থেকেও এর গুরুত্ব যথেষ্ট। ভারতীয় বিমানবাহিনীর বিমান ওঠানামা করে এটিকে ছাড়পত্র দেওয়ার পর যাত্রীবিমান চালিয়েও দেখে নেওয়া হয়েছে। আগামী চৌঠা অক্টোবর থেকে স্পাইস জেট এয়ারওয়েজের ৭৮ আসনের ছোট বম্বার্ডিয়ার বিমান প্রতিদিন এখান থেকে কলকাতা, গুয়াহাটি, দিল্লি যাতায়াত করবে। পরে ভূটানের পারো, নেপালের কাঠমান্ডু আর বাংলাদেশের ঢাকার সঙ্গেও বিমান যোগাযোগ হওয়ার কথা। সমুদ্র পৃষ্ঠ থেকে সাড়ে চার হাজার ফুট ওপরে পাহাড় কেটে এই বিমানবন্দর তৈরি করা খুবই কঠিন কাজ ছিল।

please wait

No media source currently available

0:00 0:00:46 0:00

XS
SM
MD
LG