অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতে হরিয়ানায় হাঙ্গামায় ১৭ জন গুলিতে নিহত


পাঞ্জাব-হরিয়ানা-রাজস্থানের পাঁচ কোটি ভক্তের স্বঘোষিত ধর্মগুরু গুরমিত রাম রহিমকে এক আদালত শুক্রবার ২০০২ সালে ২ মহিলাকে ধর্ষণের অপরাধে দোষী ঘোষণা করল। কিন্তু তাঁর ভক্তেরা এ রায় মানতে নারাজ। অন্তত ১ লক্ষ ভক্ত হরিয়ানার পাঁচকুল্লায় আদালতের কাছে জড়ো হয়েছিলেন। রায়ের খবর জেনে ভক্তেরা দাঙ্গা-হাঙ্গামা শুরু করে দেয়। পুলিশ গুলি চালালে ১৭ জনের মৃত্যু হয়, ৭০ জন আহত। বাসে-গাড়িতে আগুন তো বটেই, ক্রমে গণ্ডগোল ছড়ায় দিল্লিতেও, আনন্দবিহার রেল স্টেশনে দুটি ট্রেন কামরাও জ্বালিয়ে দেওয়া হয়। সেনা নামানো হয়েছে, কারফিউ জারি হয়েছে বিভিন্ন জায়গায়। রাম রহিমকে হেলিকপ্টারে চাপিয়ে রোটাক জেলে নিয়ে যাওয়া হয়। পঞ্জাব-হরিয়ানা হাইকোর্ট নির্দেশ দেয়, ধর্মগুরুর সব সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে। গণ্ডগোল যে বাধতে পারে, তা অনুমান করেই প্রচুর পুলিশের আয়োজন ছিল। তা সত্বেও পরিস্থিতি এই দিকে গড়ানোয় রাজ্য প্রশাসনের অযোগ্যতাই প্রকট হয়ে উঠেছে।

please wait

No media source currently available

0:00 0:00:53 0:00

XS
SM
MD
LG