অ্যাকসেসিবিলিটি লিংক

শরণার্থী রোহিঙ্গাদের প্রতি ভারতের নীতি নিয়ে বিদেশ ও স্বারাষ্ট্র মন্ত্রকের ভিন্ন মত


শরণার্থী রোহিঙ্গাদের প্রতি ভারতের কি নীতি হওয়া উচিত তা নিয়ে ভারতের বিদেশ ও স্বরাষ্ট্র মন্ত্রক ভিন্ন মত পোষন করছে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক মিয়াম্মার থেকে আসা রোহিঙ্গাদের আশ্রয়দানের ঘোর বিরোধী-আশংকা জঙ্গিরা এদের দূষ্কর্মে কাজে লাগাতে পারে।

কি করা হবে মায়ানমার থেকে আসা রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে? ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রকের মত, বিভিন্ন জঙ্গী গোষ্ঠী এদের সন্ত্রাসের কাজে ব্যবহার করতে পারে। তাই, এদের ভারতে পুনর্বাসন দেওয়া বিপজ্জনক হবে। আবার, বিদেশ মন্ত্রক সমস্যাটা সহানুভূতির চোখে দেখতে চায়। আর্থিক ভাবে দুর্বল, প্রধানত মুসলিম এই জনগোষ্ঠী যেন মায়ানমারের রাখাইন প্রদেশেই স্বচ্ছল ভাবে থেকে যেতে পারে, সেজন্য ভারত মায়ামার সরকারকে অর্থ সাহায্য দিক, এমনই মত বিদেশ মন্ত্রকের। ও দেশে সফরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রকাশ্যে মায়ানমার সরকারকে সমর্থন জানালেও মায়ানমারকে এ-ও বলছে, সে দেশ থেকে শরণার্থী যেন বাঁধ ভাঙা জনস্রোতের মত দেশের বাইরে পাড়ি না দেয়, সেটাও দেখা দরকার। মানুষ নিজের দেশ বাধ্য না হলে তো ছেড়ে আসে না। সেটাই দেখুক মায়ানমার সরকার।

please wait

No media source currently available

0:00 0:01:06 0:00

XS
SM
MD
LG