অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতে মুসলিমদের নিয়ে হামিদ আনসারিরর করা মন্তব্যের বিরোধিতা করলেন বাংলাদেশের বির্তকিত লেখিকা তসলিমা নাসরিন


ভারতে মুসলিমদের নিরাপত্তা নিয়ে প্রাক্তন উপ রাষ্ট্রপতি হামিদ আনসারির করা মন্তব্য নিয়ে তাঁর বিরোধিতা করলেন বাংলাদেশের বির্তকিত তসলিমা নাসরিন। বিতর্কিত এই বাংলাদেশি লেখিকার দাবি, ভারতের মুসলিম সম্প্রদায় নিরাপত্তাহীনতায় ভোগে এটা তিনি মনে করেন না।পশ্চিমবঙ্গ ও ভারতের একধিক বিষয় নিয়ে বরাবরই সরব তসলিমা নাসরিন। এবার তিনি নিশানা করলেন ভারতের প্রাক্তন উপরাষ্ট্রপতি হামিদ আনসারিকেও। উপ রাষ্ট্রপতির পদ থেকে অবসর নেওয়ার আগে তিনি মন্তব্য করেন, দেশের মুসলিমরা নরেন্দ্র মোদী সরকারের আমলে নিরাপত্তাহীনতায় ভুগছে। আজ সোমবার তসলিমা তাঁর একটি ফেসবুক পোস্টে লিখেছেন হামিদ আনসারি বলেছেন ভারতের মুসলিমরা নিরাপত্তাহীনতায় ভুগছে। ‌কিন্তু যাদের গরু ব্যবসা রয়েছে তারাও নিশ্চয় ভোগে। আদিবাসীরা ভোগে, দলিতরাও ভোগে। মুসলিমদের খুশি করার জন্য ভারতের প্রতিটি রাজনৈতিক দল তৎপর।বিতর্কিত লেখিকা তাঁর পেস্টে লিখেছেন, মুসলিমদের ভোটব্যাঙ্ক হিসেবে ব্যবহার করা হচ্ছে স্বাধীনতার পর থেকেই।

please wait

No media source currently available

0:00 0:01:00 0:00

XS
SM
MD
LG