অ্যাকসেসিবিলিটি লিংক

২০০২ সালে আমেদাবাদের সবরমতী এক্সপ্রেসে অগ্নিবির্পযয়ের ঘটনায় দোষীদের মৃত্যুদণ্ডের বদলে যাবজ্জীবন কারাদণ্ড: গুজরাত হাইকোর্ট


আমেদাবাদের গত দু হাজার দুই সালে গোধরায় সবরমতী এক্সপ্রেসে অগ্নিবির্পযয়ের ঘটনায় দোষী সাব্যস্ত হওয়াদের মধ্যে এগারো জনের মৃত্যুদণ্ডের সাজার বদলে হবে যাবজ্জীবন_ রায় দিল গুজরাত হাইকোর্ট। একইসঙ্গে ট্রেনে আগুন লাগার ফলে যাঁদের মৃত্যু হয়েছিল, তাঁদের পরিবারকে দশ লক্ষ টাকা করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রেল ও সরকারকে। প্রসংগত বলা যেতে পারে গত দুহাজার দুই সালের সাতাশে ফেব্রুয়ারি সবরমতী এক্সপ্রেসের এস-ছয় কোচে অগ্নি বিপর্যয়ে ঊনষাট জনের মৃত্যুর ঘটনায় নাশকতার অভিযোগ ওঠে। এই ঘটনার নয় বছর পরে দুহাজার এগারো-র পয়লা মার্চ একত্রিশ জনকে দোষী সাব্যস্ত করে বিশেষ আদালত। তাদের মধ্যে এগারো জনের ফাঁসির সাজা হয়। যাবজ্জীবন কারাদণ্ড হয় কুড়ি জনের। মুক্তি পান তেষট্টি জন। এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে গুজরাত হাইকোর্টে একাধিক মামলা দায়ের হয়। তারই রায় দান গুজরাত হাইকোর্টের ফাঁসির বদলে যাবজ্জীবন। বিচারপতিরা জানিয়েও দিয়েছেন এই মামলায় কারও ফাঁসি হচ্ছেনা।

please wait

No media source currently available

0:00 0:00:47 0:00

XS
SM
MD
LG