অ্যাকসেসিবিলিটি লিংক

বিপুল ঋণের বোঝা নিয়ে হিমশিম পশ্চিমবঙ্গ সরকার ব্যয় হ্রাসে উদ্যোগী হয়েছে


বিপুল ঋণের বোঝা মাথায় নিয়ে সুদ ও আসলের টাকা মেটাতে হিমশিম পশ্চিমবঙ্গ সরকার ব্যয় হ্রাসে উদ্যোগী হয়েছে। এই বিষয়ে মন্ত্রী ও উচ্চপদস্থ আমলাদের নিয়ে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করেন।

মুখ্যমন্ত্রী জানান, সরকারি কোষাগারে টাকার জোগান বাড়াতে হবে অযথা খরচ কমিয়ে। তার জন্য এক গুচ্ছ নির্দেশিকা জারি করেছেন তিনি। প্রথমত, সরকারি টেন্ডার ডাকায় স্বচ্ছতা এনে যত বেশি সম্ভব কোম্পানির যোগদান নিশ্চিত করতে হবে, যাতে সবচেয়ে কম মূল্যের টেন্ডার বেছে নেওয়া যায়। এছাড়া সব ক্ষেত্রে বিলাসিতা বর্জন করা দরকার। যেমন মন্ত্রী ও আমলাদের ফার্স্ট ক্লাসে ভ্রমণ, পাঁচ তারা হোটেলে থাকা, দামি উপহার দেওয়া নেওয়া, সরকারি ভাবে আয়োজিত মধ্যাহ্ন ও নৈশ ভোজে প্রচুর পদ পরিবেশন, ইত্যাদি বন্ধ। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন..

ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী তাঁর কথা অনুযায়ী কাজ শুরু করে দিয়েছেন। এমনিতে তিনি নিজে অত্যন্ত স্বল্পাহারি হলেও অন্যকে খাওয়াতে ভালবাসেন। কিন্তু এদিন নবান্নে বৈঠক শেষে ভোজের আসরে মেনুতে অতিরিক্ত পদ ছিল না। বৈঠকের সময়েও চা কফি আর বিস্কুট দিয়ে মন্ত্রী ও আমলাদের আপ্যায়ন করা হয়েছে।

please wait

No media source currently available

0:00 0:01:04 0:00

XS
SM
MD
LG