সোমবার সংবাদ সংস্থাকে দেওয়া একটি সাক্ষাৎকারে কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আতাওয়ালে জানিয়েছেন, বিজেপি সরকারের আমলে দেশে জাতিগত হিংসা কমেছে৷ গোটা দেশের মানুষ এখন শান্তিতে রয়েছেন বলেও মন্তব্য করেন তিনি৷
তথ্য-পরিসংখ্যান তুলে ধরে দেশজুড়ে বাড়তে থাকা ‘গণপিটুনি’র প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ‘দেশে এখন শান্তি বিরাজ করছে৷’’ আগামী লোকসভা নির্বাচনে বিজেপি ফের ক্ষমতায় আসবে বলেও দাবি করেন তিনি৷ সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে কেন্দ্রীয় মন্ত্রী বলেন , এনডিএ আমলে দলিতদের উপর অত্যাচারের মাত্রা অনেকটাই কমে এসেছে৷ কমেছে জাতিগত হিংসার পরিসংখ্যানও৷ নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিরও উন্নতি হয়েছে৷ কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে দলিতদের উপর অত্যাচারের ঘটনা ঘটলেও তা নিয়ে বেশি ‘মাতামাতি’ না করার আর্জি জানান কেন্দ্রীয় মন্ত্রী৷ এইসঙ্গে দলিতদের উপর হামলা হলেও তা নিয়ে আগে মামলাই দায়ের হত না৷ বর্তমানে সেই পরিস্থিতি বদল ঘটেছে বলেও দাবি করেন তিনি৷ ‘বর্ণবিরোধী’দের উস্কানিতেই দেশে হিংসা ছড়াচ্ছে বলে উল্লেখ করেন তিনি ৷ কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আতাওয়ালের বক্তব্য নরেন্দ্র মোদির সরকারের অধীনে গোটা দেশে আইন-শৃঙ্খলার মান বেড়েছে৷’’ কোনও একটি দল রাজনৈতিক ক্ষমতা দখলের স্বার্থে ‘ফেক নিউজ’ বিংবা ‘গুজব’ বাজারে ছড়াচ্ছে বলেও জানান তিনি৷ তার বক্তব্য‘‘দেশজুড়ে গণপিটুনির ঘটনা রাজনৈতিকভাবে জড়িয়ে দেওয়া ঠিক নয়৷ কারণ, অতীতেও এই ধরণের ঘটনা ঘটেছে৷ বিভিন্ন সম্প্রদায়ের উপর একাধিকবার হামলা হয়েছে৷ এই ঘটনা ভবিষ্যতেও ঘটতে পারে, ফলে বিষয়টি গুরুত্ব দিয়ে ভেবে দেখা উচিত৷’’