অ্যাকসেসিবিলিটি লিংক

এই প্রথম ভারত বিদেশে দূতাবাসের নিরাপত্তায় কমান্ডো নিয়োগ করতে চলেছে


অশান্ত ইরাকের বাগদাদে ভারতীয় দূতাবাসের নিরাপত্তা নিয়ে গোয়েন্দাদের কাছ থেকে উদ্বেগজনক খবর জেনে এ বার আধা-সামরিক সেন্ট্রাল রিজার্ভ পুলিশ (সিআরপি) থেকে ৪৫ জন কমান্ডোকে পাঠাতে চলেছে ভারত। বিপদ এক দিকে ইসলামিক স্টেট, অন্য দিকে, আল কায়দার দিক থেকে বলে জানাচ্ছে গোয়েন্দারা। কেবল দূতাবাস নয়, কমান্ডো নজরদারিতে থাকবেন কূটনীতিবিদেরাও। বিদেশে দূতাবাসের নিরাপত্তায় কমান্ডো নিয়োগ এই প্রথম। বাগদাদে সন্ত্রাসবাদীদের আক্রমণ আকছার ঘটে থাকে। অবশ্য ভারতীয় দূতাবাস সর্ব শেষ মিসাইলের দ্বারা আক্রান্ত হয়েছিল ২০০৪ সালে।

please wait

No media source currently available

0:00 0:00:48 0:00

XS
SM
MD
LG