অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প আসন্ন ভারত সফরে যথেষ্ট আগ্রহী


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প আজ আবারও জানিয়েছেন, আসন্ন ভারত সফরের কথা ভেবে তিনি উত্তেজিত।

আজ শনিবার সকালে প্রেসিডেন্ট ট্রাম্প এক ট্যুইট বার্তায় জানান, "ফেসবুক কর্তা মার্ক জুকারবার্গ বলেছেন, স্যোশাল মিডিয়ায় সারা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি ডনাল্ড ট্রাম্প! দারুণ ব্যাপার না? আর জনপ্রিয়তায় দ্বিতীয় হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আরও ইন্টারেস্টিং ব্যাপার হলো, দু'সপ্তাহ পরেই আমি ভারত সফরে যাচ্ছি।" দিন দুয়েক আগে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পও ট্যুইট করেছিলেন, "এই প্রথম ভারত সফরে যাচ্ছি, খুব উত্তেজিত লাগছে।" ইতিমধ্যে গুজরাতের আমেদাবাদে মাননীয় অতিথিদের অভ্যর্থনার প্রস্তুতি চলছে জোর কদমে। বিমানবন্দর থেকে শহরে যাওয়ার রাস্তায় বেশ কয়েকটি ঝুপড়ি ও বস্তির দিকে যাতে ওঁদের নজর না পড়ে তার জন্য সেগুলির সামনে টানা পাঁচিল গেঁথে দেওয়া হচ্ছে। বিরোধী দলগুলি সরকারের এই কাজের সমালোচনা করেছে।

please wait

No media source currently available

0:00 0:00:47 0:00


XS
SM
MD
LG