কর্ণাটকের প্রাক্তন বিজেপি মন্ত্রী ও ধনী ব্যবসায়ী জনার্দন রেড্ডিকে আজ প্রতারণা ও ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে।
বেল্লারির খনি ব্যবসার কল্যাণে তিনি ভারতের সবচেয়ে ধনী রাজনৈতিক নেতা। দু'বছর আগে মেয়ের বিয়েতে তিনি সাড়ে পাঁচশো কোটি টাকা খরচ করেছেন, নিমন্ত্রিতের সংখ্যা ছিল ৫০ হাজার। তাঁর বিরুদ্ধেই অভিযোগ ছিল একজন অপরাধীকে পুলিশি তদন্তের হাত থেকে রেহাই দেওয়ার জন্য ১৮ কোটি টাকা ঘুষ নেওয়ার। বেল্লারির উপনির্বাচনে বিজেপি হারার পরেই তাঁর পায়ের তলা থেকে মাটি সরে যায়। গ্রেফতার অনিবার্য বুঝে গা ঢাকা দিয়েও শেষ রক্ষা হয়নি। কেন্দ্রীয় অপরাধ দমন শাখা বেঙ্গালুরুতে তাঁর খোঁজ পায়। দীর্ঘ কুড়ি ঘন্টা জেরার পর আজ তাঁকে গ্রেফতার করা হয়। আজই আদালতে হাজির করা হলে ম্যাজিস্ট্রেট তাঁকে ২৪ নভেম্বর পর্যন্ত জেলে রাখার নির্দেশ দেন। জনার্দন রেড্ডির কাছে কারাবাস অবশ্য নতুন নয়। এর আগে সিবিআইয়ের একটি মামলায় তাঁকে তিন বছর জেল খাটতে হয়েছিল।