অ্যাকসেসিবিলিটি লিংক

দার্জিলিংএ গোর্খাল্যান্ড আন্দোলনের জেরে ৯ জুন থেকে সমস্ত চা বাগান বন্ধ


দার্জিলিংএ গোর্খাল্যান্ড আন্দোলনের জেরে ৯ জুন থেকে সমস্ত চা বাগান বন্ধ। চায়ের উৎপাদন বন্ধ থাকায় নীলাম করার জন্য নতুন চা আসছে না। অগস্টের দ্বিতীয় সপ্তাহের পরেই ফুরিয়ে যাবে গুদামের সব চা। গোটা দুনিয়ার খুচরো বাজার থেকেই সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহ থেকেই দার্জিলিং চা পুরোপুরি উধাও হয়ে যাবে। চা বাগান রুগ্ন হয়ে পড়বে, ভারত হারাবে বিদেশি মুদ্রা আমদানি এবং এই অনন্য চায়ের ব্র্যান্ডটি বিলুপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা করছে চা সংস্থারা। আরও অনেক রকম চা ভারতে ও অন্যান্য দেশে উৎপাদিত হয়, কিন্তু দার্জিলিং চায়ের মত অনন্য সুগন্ধ মেলে না আর কোনও চা থেকে। গোর্খাল্যান্ড আন্দোলন যদি দীর্ঘ দিন চলতে থাকে, দার্জিলিং চা কেবল এক অতীত স্মৃতি হয়েই থাকবে।

please wait

No media source currently available

0:00 0:01:01 0:00

XS
SM
MD
LG