অ্যাকসেসিবিলিটি লিংক

পেট্রোল-ডিজেলের দাম বেড়ে চলায় পরিবহণ শিল্পের ১৮ জুন থেকে ধর্মঘটের ডাক


পেট্রোল-ডিজেলের দাম বেড়ে চললেও সরকার হস্তক্ষেপের কথা ভাবছে না। এ দিকে, পরিবহণ ব্যয় বেড়ে গিয়ে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দর আগুন। সরকার যেন নির্বিকার। নভেম্বরে ৩ রাজ্যে বিধানসভা নির্বাচন। হস্তক্ষেপ না করে তখনও কি থাকতে পারবে সরকার? সরকার ভাবছে, তার আগেই আন্তর্জাতিক বাজারে তেলের দর পড়লে দেশেও দাম কমবে পেট্রোল ও ডিজেলের। এখন ভর্তুকি দিতে গেলে রাজকোষে টান পড়ে উন্নয়নের কাজ ব্যাহত হবে। পরিবহণ শিল্প কিন্তু ১৮ জুন থেকে ধর্মঘটের ডাক দিয়েছে। বোঝাই যাচ্ছে, ইতিমধ্যে ভাড়া বাড়বে বাস-ট্যাক্সি আর লরির।

please wait

No media source currently available

0:00 0:00:58 0:00

XS
SM
MD
LG