অ্যাকসেসিবিলিটি লিংক

স্কাইওয়াক বা ‘আকাশপথ’ চালু হয়ে গেল আজ থেকে উত্তর শহরতলির দক্ষিণেশ্বর মন্দিরে


কলকাতা শহরে এই প্রথম স্কাইওয়াক উদ্বোধন হল উত্তর শহরতলির দক্ষিণেশ্বরে ।পথচলতি মানুষদের সুবিধার জন্য আজ সোমবার ভারতীয় সময় বিকেল পাঁচটায় এই স্কাইওয়াকটির উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

স্কাইওয়াক বা ‘আকাশপথ’ চালু হয়ে গেল আজ থেকে উত্তর শহরতলির দক্ষিণেশ্বর মন্দিরে। স্কাই ওয়ার্কের আজ উদ্বোধন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন দক্ষিণেশ্বর মন্দিরের প্রতিষ্ঠাতা সেই মহীয়সী নারী রানী রাসমনির ইতিহাস আমাদের জানতে হবে ।সেই সেইসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধনী ভাষণে বলেন ---

সংশ্লিষ্ট স্কাইওয়াকে অগণিত দর্শনার্থীদের কথা মাথায় রেখে বসানো হয়েছে ১৪টি এসকেলেটর, ৪টি লিফ্ট ও ৮টি সিঁড়ি রয়েছে।স্কাইওয়াকটি সংশ্লিষ্ট এলাকার একাধিক জায়গার সঙ্গে সংযোগস্থাপন করছে। এটি জুড়ে দেবে ট্রেন, প্রস্তাবিত মেট্রো ও গঙ্গা নদীর সাথে ও। প্রসঙ্গত বলা যেতে পারে আমি স্কাইওয়াক টি হচ্ছে কোলকাতা সহ গোটা রাজ্যে এই প্রথম।

please wait

No media source currently available

0:00 0:01:01 0:00

XS
SM
MD
LG