অ্যাকসেসিবিলিটি লিংক

অপরাধীদের শায়েস্তা করতে ভারতের উত্তর প্রদেশে পুলিশ এখন এনকাউন্টারের পথ ধরেছে


দাগী অপরাধীদের শায়েস্তা করতে সহজ পথ হল, এনকাউন্টারে সরাসরি গুলি করে তাদের মেরে ফেলা। বছরখানেক আগে বিজেপি উত্তর প্রদেশে ক্ষমতায় আসবার পর থেকে ঐ অপরাধপ্রবণ রাজ্যে মোট ১,২৪০টি এনকাউন্টার ঘটেছে। তাতে নিহত হয় ৪০ জন অপরাধী, আহত ৩০৫ জন। অপরাধীদের বিরুদ্ধে অভিযানে আটক হয়েছে ২,৯৫৬ জন অপরাধী, নিজে থেকে ধরা দিয়েছে ১৪২ জন। বাগে পেলেই পুলিশ মেরে ফেলতে পারে, এই আতঙ্কে জেলবন্দী অপরাধীরা জামিন পেয়েও জেলের বাইরে যেতে চাইছে না। রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল, ও.পি. সিং বলেছেন, জেলই তো অপরাধীদের সঠিক ঠিকানা। কিন্তু এনকাউন্টার কি আইনসঙ্গত? তা নিয়ে সোজা জবাব দিতে চায় না প্রশাসন।

please wait

No media source currently available

0:00 0:00:58 0:00

XS
SM
MD
LG