অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতের আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে রাষ্ট্রপতি পদে প্রার্থী বিহারের রাজ্যপাল রামনাথ কোবিন্দ


দেশের আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে রাষ্ট্রপতি পদে বিহারের রাজ্যপাল রামনাথ কোবিন্দ কে দাঁড় করাতে চলেছে কেন্দ্রের নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালাইন্স ( এনডিএ)। ভারতীয় জনতা পার্টি বিজেপি'র সর্ব্বভারতীয় সভাপতি অমিত শাহ আজ নতূন দিল্লীতে সাংবাদিক বৈঠকে রামনাথ কোবিন্দের নাম ঘোষণা করে বলেছেন, তিনি এ ব্যাপারে কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী ও অন্য একাধিক নেতার সঙ্গে কথা বলেছেন। তাঁরা যাতে রামনাথকে সর্বসম্মতভাবে সমর্থন করেন, সেই আবেদন করেছেন তাঁদের। আগামী তেইশে জুন সম্ভবত মনোনয়ন পত্র পেশ করছেন দলিত সম্প্রদায়ভুক্ত রামনাথ কোবিন্দ।

প্রসংগত বলা যেতে পারে গত কয়েকদিন ধরে মিডিয়া সূত্রে শোনা যাচ্ছিল, বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ রাষ্ট্রপতি পদপ্রার্থী হতে পারেন। কিন্তু তিনি তা খারিজ করে দিয়েছেন গুজব বলেও। লোকসভা অধ্যক্ষ সুমিত্রা মহাজনও ঝাড়খণ্ডের স্পিকার দ্রৌপদী মুর্মুর নাম ওই পদের জন্য শোনা যাচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত রামনাথ কোবিন্দের মতো এমন একজনকে প্রার্থী করল, যাঁর সম্পর্কে আগাম কোনও আভাসই ছিল না। এদিকে এন ডিএ'র প্রার্থীর নাম ঘোষনা প্রসঙ্গে তৃনমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায়ের বক্তব্য বিজেপির প্রার্থী দলিত মোর্চার নেতা, তাই প্রার্থী রামনাথ কোবিন্দ, প্রণব মুখোপাধ্যায়, সুষমা স্বরাজ বা লালকৃষ্ণ আডবাণীর মতো মাপের কাউকে দাঁড় করানো যেত।অন্যদিকে দেশের জাতীয় কংগ্রেসের বক্তব্য এন ডি এ'র রাষ্ট্রপতি পদপ্রার্থী রামনাথ কোবিন্দ একতরফা' সিদ্ধান্ত বিজেপির, তাই দেশের বিরোধী শিবির পাল্টা দাঁড় করাচ্ছে মীরা কুমারকে।

please wait

No media source currently available

0:00 0:00:50 0:00

XS
SM
MD
LG