সুপ্রিম কোর্টে ফের উঠল রোহিঙ্গা মামলা। জাতীয় মানবাধিকার কমিশনের তরফে বলা হল, ভারতে রোহিঙ্গা উদ্বাস্তুরা অন্যান্য দেশে আশ্রয় নেওয়া উদ্বাস্তুদের মতই কয়েকটি প্রাথমিক সুযোগ-সুবিধার অধিকারী। যেমন, স্বাস্থ্য ও শিক্ষা। প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বে ৩ বিচারপতির বেঞ্চে সরকারের তরফে বলা হল, ভারত গোটা দুনিয়ার উদ্বাস্তু রাজধানী হয়ে উঠুক, সেটা বাঞ্ছনীয় নয়। আর, সবাই না হলেও মায়ানমার থেকে আসা কিছু রোহিঙ্গা ভারতের নিরাপত্তার পক্ষে বিপজ্জনক, এটাও ভাবা দরকার। আরও প্রশ্ন উঠল, সুপ্রিম কোর্ট কি এ ভাবে সরকারের নীতি নির্ধারণে ও প্রশাসনিক কাজে হস্তক্ষেপ করতে পারে? অন্য দিকে, মানবাধিকার কমিশনের দাবি, সীমান্তরক্ষী বাহিনী যে ভাবে ভারতে ঢুকতে চাওয়া উদ্বাস্তুদের ঠেলে ফেরত পাঠিয়ে দিচ্ছে, তা বন্ধ করুক আদালত।