আগামী ২১ নভেম্বর পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত ভারত থেকে রোহিঙ্গাদের মিয়ানমার পাঠানো যাবে না বলে শুক্রবার মন্তব্য করেছে সুপ্রিম কোর্ট। এ দিকে, সব রোহিঙ্গাদের মায়ানমারে ফেরত দেওয়ার যে নির্দেশ জারি করেছে ভারত সরকার, তাতে আপত্তি তুলে সুপ্রিম কোর্টে আবেদন জানাল পশ্চিমবঙ্গ শিশু অধিকার কমিশন। তারা স্মরণ করিয়ে দিয়েছে, এ দেশে রোহিঙ্গাদের মধ্যে অন্তত ৪৪টি শিশু রয়েছে। তাদের ফেরত পাঠানোর নির্দেশ তো অমানবিক। এর মধ্যে ২০ রোহিঙ্গা শিশু রয়েছে তাদের মায়েদের সঙ্গে বিভিন্ন সংশোধনাগারে। তাছাড়া ২৪ জন অন্যান্য সরকারি আশ্রয়স্থলে রয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও রোহিঙ্গাদের ফেরত পাঠানোর বিরোধী। কমিশন এ-ও বলেছে, জাতিসঙ্ঘের কনভেনশন অন দ্য রাইটস অফ চাইল্ড বা ইউএনসিআরসি-র নিয়ম ভারতকেও মেনে চলতে হবে। তা অনুসারে শিশুদের এমন করে ফেরত পাঠানো যায় না।