গোটা দেশজুড়ে বেসরকারি ও কমিউনিটি রেডিও চ্যানেলগুলিতে যে অনুষ্ঠান সম্প্রচারিত হচ্ছে, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সরকারকে তার উপর নজরদারি চালাতে বলল ভারতের কেন্দ্রীয় সরকার। এই নজরদারি চালানোর জন্য এ বছরের গত এপ্রিল মাস পর্যন্ত ঊনিশটি রাজ্য, পাঁচটি কেন্দ্রশাসিত অঞ্চল এবং তিনশো সাতাশটি জেলায় কমিটি গঠন করা হয়েছে। দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে চিঠি দিয়ে ভারত সরকারের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অতিরিক্ত সচিব জয়শ্রী মুখোপাধ্যায় জানিয়েছেন, ‘যেখানে নজরদারি কমিটি গঠন করা হয়নি, সেই রাজ্যগুলিকে রাজ্য ও জেলাওয়াড়ি কমিটি গঠন করার অনুরোধ জানানো হয়েছে। এই কমিটিগুলি বেসরকারি এফএম, কমিউনিটি রেডিও স্টেশন এবং বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেলগুলির উপরেও নজরদারি চালাবে। প্রসংগত বলা যেতে পারে এবছরের গত জানুয়ারি মাসৈ একটি মামলার রায় দিতে গিয়ে সুপ্রিম কোর্ট বলেছিল, বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেল এবং বেসরকারি রেডিও স্টেশনগুলিতে সম্প্রচারিত অনুষ্ঠানের বিষয়বস্তুর উপর নিয়ন্ত্রণের ব্যবস্থা করতে হবে। এরপরই এই উদ্যোগ নিল কেন্দ্রীয় সরকার। সেই সাথে জয়শ্রী মুখোপাধ্যায় আরো জানিয়েছেন, বেসরকারি এফএম এবং কমিউনিটি রেডিও স্টেশনগুলিকে অল ইন্ডিয়া রেডিওর সম্প্রচার আইন মেনে অনুষ্ঠান সম্প্রচার করতে হয়। বন্ধুত্বপূর্ণ মনোভাবাপন্ন দেশগুলির সমালোচনা, কোনও ধর্ম বা সম্প্রদায়কে আক্রমণ এবং অশ্লীল বা আপত্তিকর কোনও অনুষ্ঠান সম্প্রচার করার উপর নিষেধাজ্ঞা রয়েছে। এই নিয়ম লঙ্ঘন করা হচ্ছে কি না সেটা দেখবে নজরদারি কমিটি। কোনও অনুষ্ঠান নিয়ে আপত্তি থাকলে সেটা মন্ত্রকের নজরে আনা হবে।