অ্যাকসেসিবিলিটি লিংক

ভারত সফররত কানাডার প্রধানমন্ত্রী ট্রুডোর সঙ্গে বুধবার দেখা করেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং


আশির দশকে ভারতের পঞ্জাব প্রদেশকে স্বাধীন খালিস্তান রাষ্ট্রে পরিণত করার জন্য পাঞ্জাবে শুরু হয় আন্দোলন। বিদেশে যে সব জায়গায় শিখদের বাস ছিল, সেখান থেকে আসত অর্থ ও অস্ত্র।। ঐ আন্দোলন এখন স্তিমিত হলেও প্রধানত কানাডার নাগরিক প্রবাসী শিখেরা খালিস্তান আন্দোলনকে চাগিয়ে তোলবার চেষ্টা চালাচ্ছে। ভারত সফররত কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো বুধবার দেখা করেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং-এর সঙ্গে। তিনি ৯ জন কানাডাবাসী উগ্রপন্থী শিখের তালিকা ট্রুডোর হাতে তুলে দিয়ে বলেন, এদের ওপর যেন নজর রাখা হয়। ট্রুডো বলেন, কানাডাতেও ক্যুইবেক প্রদেশ বিচ্ছিন্ন হতে চায়। কাজেই এ সমস্যা তিনি বোঝেন। ভারত কেন, পৃথিবীর কোনও দেশেই বিচ্ছিন্নতাবাদের বিরোধী কানাডা।

please wait

No media source currently available

0:00 0:00:58 0:00

XS
SM
MD
LG