অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতের সর্ববৃহৎ গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে আবার উৎপাদন শুরু


ভারতের সর্ববৃহৎ গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান দেশের উত্তরাঞ্চলে তাদের স্থাপনায় কিছুটা উৎপাদন শুরু করেছে। মারুতি সুজুকি সোমবার বলেছে যে তারা আশা করছে শ্রমিকদের ধর্মঘট বন্ধের জন্য আলোচনা শুরু করবে । এই ধর্মঘটে হরিয়ানা প্রদেশের মানেশ্বর স্থাপনায় উৎপাদন ক্ষেত্রে ক্ষতি হয়েছে ৩৩ কোটি ডলার।

গুরগাও-এর কাছে মারুতির প্রধান স্থাপনায় উৎপাদনের কাজ আবার শুরু হয়েছে। মনেশ্বরে তাদের সহকর্মিদের সমর্থনে এই ধর্মঘট হয়। ঐ স্থাপনায় প্রতিদিন ২৮০০ টি গাড়ি তৈরি করা হয়। এই কোম্পানি যার অর্ধেকেরও বেশির মালিকানা জাপানের সুজুকি মটরস-এর , সেটি ভারতে বিক্রি হওয়া মোট গাড়ির অর্ধেকই উৎপাদন করে থাকে।

XS
SM
MD
LG