অ্যাকসেসিবিলিটি লিংক

ভোট গণনায় অতিরিক্ত সতর্কতা নিতে চলেছে ভারতের নির্বাচন কমিশন


করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে ভোট গণনায় অতিরিক্ত সতর্কতা নিতে চলেছে নির্বাচন কমিশন। কেন্দ্রীয় বাহিনীর ঘোরাটোপে গণনা হলেও থাকছে রাজ্য পুলিসও।করোনা সতর্কতা হিসেবে এবার ভোটে বুথের সংখ্যা বাড়ানো হয়েছে। তেমনি গণনা কেন্দ্রেও নেওয়া হচ্ছে বাড়তি সতর্কতা। গণনা কেন্দ্রে বাড়ানো হবে ঘরের সংখ্যা।

ভোট গণনায় অতিরিক্ত সতর্কতা নিতে চলেছে ভারতের নির্বাচন কমিশন
please wait

No media source currently available

0:00 0:00:55 0:00
সরাসরি লিংক

কোভিড প্রটোকল মেনে একটি ঘরে রাখা হবে ১৪-১৫টি টেবিলের পরিবর্তে ৭টি টেবিল। এতে ঘরে লোকসংখ্যা কমবে। গণনাকেন্দ্রে তৈরি করা হচ্ছে ত্রিস্তর নিরাপত্তা বলয়। গণনা কেন্দ্রের বাইরের ১০০ মিটারের মধ্যে তৈরি হবে বাইরের নিরাপত্তা বলয়। এর মধ্যে কোনও গাড়ি ঢুকবে না। এখানে থাকবে রাজ্য পুলিস। দ্বিতীয় নিরাপত্তা বলয় তৈরি করা হবে গণনাকেন্দ্র চত্বরকে ঘিরে। থাকবে রাজ্যের সশস্ত্র বাহিনী। গণনা ঘরের বাইরে থাকবে শেষ নিরাপত্তা স্তর। সেটি থাকবে কেন্দ্রীয় বাহিনীর হেফাজতে।

XS
SM
MD
LG