অ্যাকসেসিবিলিটি লিংক

পশ্চিম বঙ্গে ভারতের স্বাধীনতা দিবস উদযাপিত


গোটা দেশের সাথে আজ পশ্চিমবঙ্গেও সাড়ম্বরে পালিত হলো ভারতের ৭২তম স্বাধীনতা দিবস।। আজ সকাল থেকেই বৃষ্টিকে উপেক্ষা করে কলকাতার রেড রোডে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে অংশ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আজ সকাল ১০টা নাগাদ রাজ্য পুলিশ ও ওড়িশা পুলিশের অভিবাদন গ্রহণ করেন মুখ্যমন্ত্রী৷ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা স্কুল পড়ুয়াদের সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগও করেন তিনি৷ কুজকাওয়াজে অংশ নেওয়া কলকাতা-সহ বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের উৎসাহ দেন তিনি৷

একই সঙ্গে পুলিশ কর্মীদের চিফ মিনিস্টার মেডেল আউটস্ট্যান্ডিং মেডেল এবং বীরত্বের পুরস্কার তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেই সাথে এদিন গোটা রাজ্যের সমস্ত জেলার জেলা সদর মহকুমা সদর এবং মফস্বল শহরে সরকারি বেসরকারি স্তরে স্বাধীনতা দিবস উদযাপনের অনুষ্ঠান সম্পন্ন হয়। পথে পথে বেরোয় শোভাযাত্রা।সাধারণ মানুষ এ দিন আবেগে শ্রদ্ধায় দিনটি যথোচিত মর্যাদায় পালন করলেন।

please wait

No media source currently available

0:00 0:00:43 0:00

XS
SM
MD
LG