অ্যাকসেসিবিলিটি লিংক

দেশের ১৮৪টি জেলায় স্বাস্থ্য পরিষেবার ওপর জোর দিচ্ছে কেন্দ্রের সরকার


দেশের ১৮৪টি জেলায় স্বাস্থ্য পরিষেবার ওপর জোর দিচ্ছে কেন্দ্রের সরকার। নতুন দিল্লীতে অনুষ্ঠিত এক আন্তর্জাতিক সম্মেলনে একথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে পোলিওর পর ভারত এম এনটি অর্থাত মেটারনাল অ্যান্ড নিওন্যাটাল টিটেনাস সমস্যা দূর করতে পেরেছে বলেও ঘোষনা করেন তিনি।

রাষ্ট্রসংঘই এই ব্যাপারে মর্যাদা দিয়েছে। প্রসব কালীন মহিলা মৃত্যু এবং পাঁচ বছরের কম বয়সের শিশু মৃত্যু রুখতে গোটা বিশ্ব উদ্যোগ নিয়েছে। সেই মতো কল টু অ্যাকশন নামে সম্মলনের মাধ্যমে এই ব্যাপারে সংশ্লিষ্ট মহলকে আরো উদ্যোগী করার লক্ষ্য মাত্রা নিয়েছে ভারত।

আন্তর্জাতিক এই সম্মমেলনের উদ্বোধন করে প্রধান মন্ত্রী বলেছেন দেশের প্রতিটি মহিলা ও শিশু যাদের বাচানো সম্ভব তাদের বাচানো হবেই।

সরাসরি লিংক

XS
SM
MD
LG