অ্যাকসেসিবিলিটি লিংক

কাশ্মীরে শিশু কণ্যাকে ধর্ষণ ও খুন: ভারতের রাষ্ট্রপতির ক্ষোভ ও নিন্দা


রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ আজ বলেছেন, ‘স্বাধীনতার সত্তর বছর পরেও দেশের যে কোনও প্রান্তে এই ধরনের ঘটনা লজ্জাজনক। আমরা কী ধরনের সমাজ গড়ে তুলছি, সেটা ভেবে দেখতে হবে। কোনও মেয়ে বা মহিলার সঙ্গে যাতে এরকম না হয়, সেটা নিশ্চিত করার দায়িত্ব আমাদের।প্রসঙ্গত বলা যেতে পারে শুধু দেশেই নয়, আন্তর্জাতিক মহলেও কাঠুয়ার এই ঘটনা নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে।দেশের সব মহল থেকেই এই ঘটনার নিন্দা করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই ঘটনার নিন্দা করে উপযুক্ত বিচারের আশ্বাস দিয়েছেন।

এদিকে আজ রাষ্ট্রপতিও এই ঘটনার নিন্দায় সরব হওয়ায় কাঠুয়া কান্ডে ধৃত ব্যক্তিদের শাস্তির দাবী জানানোর পথ আরো একটু প্রশস্ত হল বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।কাঠুয়ার পাশাপাশি উত্তরপ্রদেশের উন্নাওয়েও এক নাবালিকার গণধর্ষণের অভিযোগ নিয়েও দেশজুড়ে নিন্দার ঝড় উঠেছে এই মুর্হূতে। ওই নাবালিকার অভিযোগ, তিনি এক আত্মীয়কে নিয়ে বিজেপি বিধায়ক কুলদীপ সিংহ সেঙ্গারের বাসভবনে চাকরির আবেদন জানাতে গিয়েছিলেন। সেখানেই বিধায়ক ও তাঁর সঙ্গী তাকে ধর্ষণ করেন। বিচার না পেয়ে এ মাসেরই গত আট তারিখ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাসভবনের বাইরে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই তরুণী ও তাঁর পরিবারের লোকজন। পরের দিনই জেলে তাঁর বাবার মৃত্যু হয়। ময়নাতদন্তে জানা যায়, মৃতের শরীরে আঘাতের চিহ্ন ছিল। এই ঘটনায় কুলদীপ সিংহ সেঙ্গারকে গ্রেফতারও করে সিবিআই ।

please wait

No media source currently available

0:00 0:00:54 0:00

XS
SM
MD
LG