বাংলাদেশের বন্দর নগরী চট্টগ্রামে এক ভারতীয় শিক্ষার্থী তার নিজ দেশের আরেক সহপাঠীকে শুক্রবার রাতে ছুরিকাঘাতে হত্যা করেছে বলে স্থানীয় পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।
পুলিশ বলছে, পরে সন্দেহভাজনক হত্যাকারী নিজেও আত্মহত্যার চেষ্টা চালায়। ওই ভারতীয় শিক্ষার্থী চট্টগ্রামে একটি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ জানায়, এই দুইজন নগরীর একটি আবাসিক এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন। যিনি নিহত হয়েছেন তার নাম আতিফ শেখ এবং তিনি চট্টগ্রামে একটি বেসরকারী মেডিকেল কলেজের ছাত্র ছিলেন। সন্দেহভাজন উইলিয়াম সিংও একই প্রতিষ্ঠানে তার সহপাঠী।
স্থানীয় পুলিশ তদন্ত কাজ শুরু করেছে এবং ইতিমধ্যে আরও ২ জন ভারতীয়কে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে এখনো পর্যন্ত বিস্তারিত কিছুই জানানো হয়নি।...ঢাকা থেকে আমীর খসরু