অ্যাকসেসিবিলিটি লিংক

পশ্চিম বঙ্গের পঞ্চায়েত নির্বাচন নিয়ে ভারতীয় সুপ্রিম কোর্টের মন্তব্য


ভারতের সুপ্রিম কোর্ট
ভারতের সুপ্রিম কোর্ট

পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী ও ভোটদাতাদের গণতান্ত্রিক অধিকার রক্ষায় রাজ্য নির্বাচন কমিশন চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে বলে ভর্ৎসনা করেছে ভারতের সুপ্রিম কোর্ট। কিছুদিন আগে পশ্চিমবঙ্গে যে পঞ্চায়েত নির্বাচন হয গেল, তাতে এক তৃতীয়াংশেরও বেশি আসনে শাসকদল তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় হয়েছেন।

এই ব্যাপারে বিচার চেয়ে দুই বিরোধী দল বিজেপি ও সিপিএম সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিল। তাদের আইনজীবী জানান, পঞ্চায়েতে তিনটি স্তরের মোট ৫৮ হাজার ৬৯২টি আসনের মধ্যে ২০,১৫৯টি আসনেই প্রতিদ্বন্দ্বিতা হয়নি। শুনে প্রধান বিচারপতি দীপক মিশ্র বলেন, আমি স্তম্ভিত।

কিছু আসনে প্রতিদ্বন্দ্বিতা না হতেই পারে। কিন্তু হাজার হাজার আসনে এই একই ব্যাপার হলে বুঝতে হবে গণতন্ত্রের বিচ্যুতি হয়েছে। আজ বুধবার সুপ্রিম কোর্ট জানিয়েছে, আগামী ৬ অগস্ট এই মামলার রায় ঘোষণা করা হবে।

XS
SM
MD
LG