অ্যাকসেসিবিলিটি লিংক

ছত্তীসগড়ে নিরাপত্তা বাহিনীর গুলিতে ৭ জন মাওবাদী নিহত


ভারতের ছত্তীসগড়ের রাজনন্দগাঁও আজ শনিবার মাওবাদী ও নিরাপত্তা বাহিনীর গোলাগুলিতে কেঁপে উঠে। নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয় ৭ জন মাওবাদী। এদের মধ্যে রয়েছে ৩ জন মহিলাও।

আজ শনিবার সকালে ছত্তীসগড়ের সীতাগড় জঙ্গলে গুলির লড়াই শুরু হয়ে যায় ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড ও মাওবাদীদের সঙ্গে। এলাকায় যে মাওবাদীরা জড়ো হয়েছে সেই খবর আগে থেকেই ছিল বাগনাড়ি থানায়। সেই মতো অপারেশন চালায় ডিআরজি।

নিহত মাওবাদীদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১টি একে ৪৭ রাইফেল, একটি ৩০৩ রাইফেল, কারবাইন ও প্রচুর গুলি। পুলিশ সূত্রে খবর, এদিন সকাল ৬টা নাগাদ এলাকায় জড়ো হয়েছিল ৩০-৪০ জন মাওবাদীদের একটি দল। ফলে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে পুলিশ প্রশাসন সূত্রে জানানো হয়েছে।

উল্লেখ করা যেতে পারে এর আগে গত ২৯ জুলাই সুকমায় মাওবাদীদের সঙ্গে সংঘর্ষে নিহত হয় ২ জন মাওবাদী। এর মধ্যে এক মহিলাও ছিল। কোন্টা থানায় কানহাডিগুডা গ্রামে ঐ সংঘর্ষ ঘটে। ঘটনাস্থল থেকে ২টি অস্ত্রও উদ্ধার করে ডিআরজি।

please wait

No media source currently available

0:00 0:00:37 0:00

XS
SM
MD
LG