অ্যাকসেসিবিলিটি লিংক

অগ্রিম ১৫ হাজার কোটি টাকা দিয়ে প্রতিষেধক কেনার চুক্তি করেছে ভারত সরকার


ভারতে করোনাভাইরাস প্রতিষেধকের অভাব এতটাই চরমে পৌঁছেছে যে আদালত পর্যন্ত কেন্দ্রীয় সরকারকে ভর্ৎসনা করে তার প্রতিষেধক সংক্রান্ত চিন্তাভাবনার কথা জানতে চেয়েছে। এই অবস্থায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক আরও একটি ভারতীয় কোম্পানি থেকে করোনার টিকা কেনার ব্যবস্থা করেছে। বায়োলজিক্যাল-ই নামে হায়দরাবাদেরই আর একটি প্রতিষেধক নির্মাতাকে অগ্রিম ১৫ হাজার কোটি টাকা দিয়ে সরকার প্রতিষেধক কেনার চুক্তি করেছে। আজ সকালেই স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, আগামী অগাস্ট থেকে উৎপাদন শুরু হবে, চলবে ডিসেম্বর পর্যন্ত। তার পর চুক্তি অনুযায়ী সরকারের হাতে একসঙ্গে অন্তত ৩০ কোটি করোনা ভ্যাকসিন তুলে দেওয়া হবে।

সরাসরি লিংক

এখন বায়োলজিক্যাল-ই প্রতিষেধকটি মানুষের দেহে প্রয়োগের ক্ষেত্রে তৃতীয় পর্যায়ের পরীক্ষার স্তরে রয়েছে। প্রথম দু'টি পরীক্ষা যথেষ্ট ইতিবাচক ও নির্ভরযোগ্য হয়েছে। এই শেষ পরীক্ষাটা হয়ে গেলে বায়োলজিক্যাল-ই হবে পুরোপুরি ভারতীয় দ্বিতীয় প্রতিষেধক নির্মাতা প্রতিষ্ঠান, যার তৈরি প্রতিষেধক সরকার নিচ্ছে। প্রথমটি ছিল ভারত বায়োটেক-এর কোভ্যাক্সিন। সেটিও হায়দরাবাদ ভিত্তিক।

XS
SM
MD
LG