অ্যাকসেসিবিলিটি লিংক

কংগ্রেস পার্টির শোচনীয় পরাজয়ের পর প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর কার্যালয় ত্যাগ


ভারতের সংসদ নির্বাচনে তাঁর দল ক্ষমতাশীন ন্যাশনাল কংগ্রেস পার্টির শোচনীয় পরাজয়ের পর বিদায়ী প্রধানমন্ত্রী মনমোহন সিং তাঁর কার্যালয় ত্যাগ করেছেন।

শনিবার, এক সংক্ষিপ্ত ভাষণে, মিঃ সিং বলেছেন, ভারতের সকল নাগরিকের উচিত ভোটারদের রায়ের প্রতি সম্মান দেখানো। ভোটাররা ভারতীয় জনতা পার্টি, বিজেপিকে বিপুল ভোটে বিজয়ী করেছে। তিনি বলেছেন, এক দশক আগের তুলনায় ভারত এখন অনেক শক্তিশালী একটি রাষ্ট্র।

কংগ্রেস গত দশ বছর ভারতের নেতৃত্বে ছিল। অবশ্য এ সময়টাতে তারা বেশ কয়েকটি দুর্নীতি কেলেংকারী, উচ্চ মুদ্রাস্ফীতি এবং শ্লথ অর্থনৈতিক ধারার কারণে সমালোচিত হয়।

ভারতের নবনির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার দিল্লী পৌঁছুলে, তাঁকে পতাকা দুলিয়ে অগণিত সমর্থক অভিনন্দন জানায়।

মিঃ মোদি পশ্চিমের গুজরাট রাজ্য থেকে রাজধানীতে পৌঁছন। তিনি ২০০১ সাল থেকে গুজরাটের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।

দীর্ঘদিনের বিরোধী দলীয় নেতা, তাঁর ৫ বছর মেয়াদের প্রধানমন্ত্রী পদের জন্যে এখন প্রস্তুতি নিচ্ছেন। গত ৩০ বছরে বিজেপি এবারই নির্বাচনে সবচেয়ে ভালো ফল করেছে।

শুক্রবার, মিঃ মোদি উতফুল্ল সমর্থকদের উদ্দেশ্যে এক ভাষণে, একটি শ্রেয়তর অর্থনীতির প্রতিশ্রুতি দেন। এবং অঙ্গীকার করেন, তাঁর সরকার এই যাত্রায় ভারতের প্রতিটি নাগরিককে সঙ্গে নেবে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেণ্ট বারাক ওবামা, নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে শুক্রবার টেলিফোন করেন এবং ওয়াশিংটন সফরের আমন্ত্রণ জানান।
XS
SM
MD
LG